সিরাজদীখানে লকডাউনে বিয়ের আয়োজন, কনের পিতার জরিমানা
প্রকাশঃ জুলাই ২৮, ২০২১ | ১০:১২

ইমরান হোসেন (স্টাফ রিপোর্টার)::
চলমান কঠোর লকডাউন অমান্য করে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকাল সাড়ে ৫ টায় সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায়
করেন।
জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজের হাটি গ্রামের তাজুল ইসলাম ওরফে মো.টগর মিয়ার মেয়ের সঙ্গে রাজানগর ইউনিয়ের মধুপুর গ্রামের এক ছেলের বিয়ে ঠিক হয়।
আজ বুধবার বিকালে কনের বাবার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হচ্ছিলো।
খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বরসহ অনেকেই অনুষ্ঠান থেকে পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন, ঘটনাস্থলে গিয়ে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |