সিরাজদিখান মোঃ সাকিব হাসান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
প্রকাশঃ মার্চ ২৯, ২০২১ | ৬:৩৪

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল- এমন স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ সিরাজদিখান কেয়াইন ইউনিয়ন হাজীগাও গ্রামে শুরু হয়েছে মরহুম মোঃ সাকিব হাসান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার উদ্বোধনী ও ফাইনাল খেলায় মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে জিতেছে ডাঙ্গাপাড়া ক্রিকেট একাদশ।
সি.কে.এইচ.ক্লাবের সকল সদস্য বৃন্দ। আয়োজনে (২৯ মার্চ ২০২১ ইং) সোমবার দুপুর ২ টায় দিকে কাজীশাল হাজীগাঁও মোঃ হুমায়ুন মোল্লা, উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।
সি.কে.এইচ.ক্লাবের সভাপতি, রনি ইসলাম লিমন, এর (সভাপতিত্বে) ও সি.কে.এইচ.ক্লাবের সাধারন সম্পাদক, শেখ ফয়সাল, (সঞ্চালনায়) মোঃ সাকিব হাসান স্মৃতি ক্রিকেট এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ান সদস্য, সিরাজুল ইসলাম,
এইসময় উপস্থিত ছিলেন। সি.কে.এইচ.ক্লাবের।
মনমোহন হাসান, রনি ইসলাম লিমন, আকাশ শেখ, সাজ্জাদ হোসেন, সম্রাট শেখ, আরমান শেখ, তুষার শেখ, অনিক শেখ, নাদিশ দেওয়ান, তামিম ইকবাল, আরাফাত শেখ, শুভ শেখ, ইমরান হোসেন, আসিফ শেখ, চঞ্চল দেওয়ান, শেখ ফয়সাল, জাহিদ ইসলাম শাওন, শিশির শেখ, রাকিব ইসলাম, সালমান শেখ, শয়ন শেখ, নাজমুল শেখ, মেহিদী হাসান, রিদয় দাস, ফয়সাল মোল্লা, মিজানুর, প্রমুখ।
উদ্বোধনী ও ফাইনাল খেলায়।
সি.কে.এইচ.ফাইটার স্পোর্টিং ক্লাব। ও সি.কে.এইচ.কিং স্পোর্টিং ক্লাব। অংশগ্রহণ করে। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে .কে.এইচ.ফাইটার স্পোর্টিং ক্লাব।
১১০ রান সংগ্রহ করে। ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, সি.কে.এইচ.কিং স্পোর্টিং ক্লাব।
১০৯ রান করে। ফলে, সি.কে.এইচ.ফাইটার স্পোর্টিং ক্লাব। জয়লাভ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে
সি.কে.এইচ.ক্লাবের সকল সদস্য বৃন্দ এর সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |