সিরাজদিখানে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার
প্রকাশঃ মে ২৭, ২০২২ | ৭:১৩

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩ বছর ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার ২৬মে দিবাগত রাতে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেনের নেতৃত্বে এসআই অনিল চন্দ্র, এসআই কামরুল,এএসআই আমির সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মো: জালাল বেপারী (৬৩) ২ বছরের সাজাপ্রাপ্ত কে ও বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামের মৃত আলতাফ মুন্সীর ছেলে মো: নাদিম হোসেন মুন্সী (২৯)কে ৩ বছরের সাজা ও ১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: জালাল বেপারীকে ও ১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: নাদিম হোসেন মুন্সীকে গ্রেফতার করি।আসামীদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।