সিরাজদিখানে রহস্যজনক আগুনে পুড়ে সব ছাই
প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২২ | ৪:০২

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রহস্যজনক আগুনে পুড়ে খামারের ঘর ছাই হয়ে গেছে।
সোমবার ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের কোরবান আলীর খামারের ঘর রহস্যজনক আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ভুক্তভোগী কোরবান আলীর স্ত্রী সাহিদা বেগম কান্না জারিত কন্ঠে বলেন গত কাল ২৪ এপ্রিল রাতে আমার খামারের ঘরের তালা ভেঙে ঘরে থাকা ফ্রিজ আলমারি সহ আসবাবপত্র ভাংচুর করে টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। আজ আবার আগুন দিয়ে পুড়ে সব ছাই করে দিলো আমি এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম আমি এর সঠিক বিচার চাই।