সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
প্রকাশঃ এপ্রিল ১৮, ২০২২ | ৯:২৬

স্টাফ রিপোর্টার,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যৌথ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১লক্ষ ১৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন দোকান মনিটরিং করা হয়। গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিরাজদিখান বাজারে যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফুল আলম তানভীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ। এসময় নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশেসহ ভোক্তাধিকার আইনে মিষ্টির দোকানের মালিক নারায়ণ চন্দ্র ঘোষকে ৩০ হাজার,সমীর ঘোষ ৩০ হাজার,বেকারি মো. শাহাবুদ্দিন ৪০হাজার,মাংসের দোকান মালিক মো.তোফাজ্জল ৫ হাজার, ফল ব্যবসায়ী মো.সেলিম ৫হাজার,মুদি দোকানীর মালিক মো. হাবিবকে ৩হাজার, বসন্ত স্টোর ৫ হাজার সহ মোট ১লক্ষ ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি (দায়িত্ব) মো. আজগর হোসেন,রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ, উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম,সিরাজদীখান বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফুল আলম তানভীর বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাত ও প্রস্তুত করাসহ বিভিন্ন কারণে তাদের জরিমানা করা হয় । আমাদের এ ভ্রাম্যমান চলমান থাকবে ।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |