সিরাজদিখানে ব্যানার ফেস্টুন ভাঙচুর ও ছিড়ে ফেলার অভিযোগ!
প্রকাশঃ মার্চ ২৮, ২০২২ | ৯:৫২

স্টাফ রিপোর্টার,
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টাঙানো ব্যানার ফেষ্টুন ভাঙচুর ও ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতের যে কোন সময় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের পূর্ব শিয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের মোল্লা বাড়ি থেকে শিয়ালদী কবরস্থান পর্যন্ত বিভিন্ন স্থানে টাঙানো ১৫-২০ ব্যানার ফেষ্টুন ভাঙচুর ও ছিড়ে ফেলে দূর্বৃত্তরা। ভুক্তভোগী শেখ পাবেল মাহমুদ মুঠোফোনে জানান, আমার লোকজন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য গ্রামের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন টাঙিয়েছে। দূর্বৃত্তরা সেইসব ব্যানার ভাঙচুর ও ছিড়ে ফেলে রেখে গেছে। ঘটনাটি কে বা কারা সংঘটিত করেছে আমার জানা নেই। তবে যারা করেছে তারা অবশ্যই স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত এতে কোন সন্দেহ নেই। তা না হলে তারা এ ধরনের কাজ করতে পারতো না।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |