সিরাজদিখানে বালুচর বাজারে ওয়ালটন ডে উদযাপন
প্রকাশঃ মার্চ ২০, ২০২১ | ৭:১৩

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজারে ওয়ালটন ডে উদযাপন করা হয়েছে।
শনিবার ২০ মার্চ সন্ধ্যা ৭ টায় উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারের হাজী স্কয়ার সুপার মার্কেট সংলগ্ন এক্সক্লুসিভ ডিস্টিবিউটর মাষ্টার ইলেকট্রনিক্স ওয়ালটন বালুচর শাখার আয়াজনে কেক কাটার মাধ্যমে ওয়ালটন ডে উদযাপন করা হয়।
২০ বছর আগে ২০শে মার্চ এইদিনে ওয়ালটনের যাত্র শুরু করে। ওয়ালটন বালুচর বাজার শাখার এক্সক্লুসিভ ডিস্টিবিউটর মাষ্টার ইলেকট্রনিক্সের সত্ত্যাধিকারি মোঃ জোবায়ের আলম মুন্সীর (সভাপতিত্বে) ম্যানেজার মো.কুদ্দুস আলী টিপুর (সঞ্চালনায়) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকচান মুন্সী, সাংবাদিক আরিফ হোসেন হারিছ,বালুচর বাজার শাখার ওয়ালটন মাঠ। অফিসার নবীবুল ইসলাম, বালুচর বাজার শাখার ওয়ালটন পন্য বিক্রেতা মো: শামীম শেখ, মোসারব মুন্সী, মজিবুর মুন্সী, সাফিয়ান মুন্সী,জাফর ইকবাল গাজী, কামাল মুন্সী, প্রমুখ।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |