সিরাজদিখানে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা
প্রকাশঃ জুন ৩০, ২০২২ | ৫:০২

আরিফ হোসেন হারিছ সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার ৩০ জুন উপজেেলার অডিটোরিয়াম কক্ষে সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা ইউএনও মো.শরীফুল ইসলাম তানভীরের সভাপতিত্বে সহ-কারী কমিশনার(ভমি) তাসনিম আক্তারর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দি আহম্মেদ এছাড়াও উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাহমিনা আক্তার তুহিন সিরাজদিখান থানার ওসি মো.একেএম মিজানুল হক প্রমুখ।
উপজলা ইউএনও মো.শরিফুল ইসলাম তানভীর বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালি অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি এটা আমাদের সোনালি ভবিষ্যৎ সম্ভাবনাও জানিয়ে দেয়। প্রধানমন্ত্রী ১০টি উদ্যোগ আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করেছে। এ উদ্যোগ গুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।’
কর্মশালায় জানানো হয় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুত, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নাম পরিচিত।
উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রায় ৭০ জন প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |