সিরাজদিখানে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক এবং দোয়া অনুষ্ঠিত
প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ | ১২:৫৮

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার,
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্যদের (মেম্বার) অভিষেক ১ম সভা এবং দোয়া ও বরণ অনুষ্ঠিত হয়েছে। কেয়াইন ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ অভিষেক ও বরণ অনুষ্ঠিত হয়।
কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর ডিস্ট্রিক্ট মোঃ মোবাশশের হোসেন খন্দকার, বিশিষ্ট সমাজসেবক, মোঃ লেহাজউদ্দিন শেখ, কেয়াইন ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, মোঃ আলাউদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাসুদ লস্কর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দাস, উপজেলা যুবলীগের সাবেগ আহবায়ক রাকিবুল হাসান রাকিব, বিকল্প যুবধারার কেন্দীয় সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, আখতারুজ্জামান জয়, কেয়াইন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, রাসেল খাঁন, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সৈকত মাহমুদ, প্রমুখ।
সহ বর্তমান ও সাবেক ইউপি সদস্য, ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |