সিরাজদিখানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশঃ মার্চ ১৯, ২০২১ | ৫:৫৩

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।গত বৃহস্পতিবার ১৮ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় পাউলদিয়া জামে মসজিদের পুর্ব পাশে রাস্তায় মাদক বিক্রি করার সময় এসআই মোঃ মামুন মিয়া উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাটা গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে মো: নান্নু মোল্লা (৬০)কে গাঁজা সহ গ্রেফতার করেন। অপর দিকে এসআই ইমরান খান রাত ১০টায় অভিযান চালিয়ে উপজেলার একই ইউনিয়নের ভুইড়া গ্রামের মৃত আ: মান্নান খন্দকারের ছেলে মো: হাবুল্লা খন্দকার (৪১) কে গ্রেফতার করেন। ১৯ মার্চ শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ তাদের গ্রেফতার করি । তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |