সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে-সিরাজদিখানে গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২১ | ৩:২৩

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সারাদশ সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে, সাম্প্রদায়িক সহিংসকারিদের বিরুদ্ধে সিরাজদিখানে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ম যার যার রাস্ট্র সবার’ এ শ্লোগানে শনিবার ২৩ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সিরাজদিখান উপজেলা হিদু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের আয়োজন উপজেলার সন্তোষপাড়া মোড়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা হিদু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সাধারণ সম্পাদক জয়হরি মল্লিক, যুগ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ। উপজলা হিদু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দেবনাথ, সাধারণ সম্পাদক দিলিপ, মালখানগর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নব কিশোর, মালখানগর ইউনিয়ন যুব ঐক্য পরিষদর সাধারণ সম্পাদক কার্তিক দাস।
এসময় একাত্বতা ঘোষণা করে উপস্তিত ছিলেন সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, মুক্তিযেদ্ধা প্রজন্ম সন্তান কমান্ড সভাপতি মাহমুদুল হাসান ঝটু, মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান কমান্ড কেদ্রীয় কমিটি প্রকল্প বিষয়ক সম্পাদক সুমন আহমেদ প্রমুখ।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |