শৈলকুপায় স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় গ্রেফতার সাংবাদিক
প্রকাশঃ মে ৭, ২০২২ | ১:৩১

শেখ শোভন আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপায় স্থানীয় সাংবাদিক হিসাবে পরিচিত এইচএম ইমরান তার স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শৈলকুপার কবিরপুর মোড়ে একটি চায়ের দোকান থেকে সাদা পোষাকের একদল পুলিশ তাকে গ্রেফতার করে।ইমরানের স্ত্রী অভিযোগ করেছে গত কয়েকদিন আগে রাতে তাকে বেধড়ক মারপিট ও শারীরিক নির্যাতন চালিয়ে ঘরে আটকে রাখে। এমন কি চিকিৎসার জন্যে তখনই হাসপাতালে যেতে দেয়নি, তারপর ট্রিপল নাইনে ফোন করে পুলিশ পাঠিয়ে উদ্ধার করা হয় ।এমন ঘটনায় আদালতে মামলা দায়ের করে ইমরানের স্ত্রী। এই মামলা তদন্ত শেষে শৈলকুপা থানায় রেকর্ড হওয়ার পর গ্রেফতার হলো সাংবাদিক হিসাবে পরিচিত এইচএম ইমরান।মামলা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |