রজতরেখা পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিরাজদিখানে প্রতিবাদ সভা
প্রকাশঃ মে ৪, ২০২১ | ২:৫৭

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে
স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিক গন।
মঙ্গলবার ৪ মে বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবে স্থানীয় দৈনিক রজতরেখার সিরাজদিখান প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদের উদ্যোগে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যাবেদুর রহমান যুবায়ের এর সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এ-সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন তা না হলে আমরা আরো কঠিন কর্মসুচি দিতে বাধ্য হবো।
এ-সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, নাসির উদ্দীন, হামিদুর ইসলাম লিংকন, জাহাঙ্গীর আলম চমক, ডা: মিজান, মাষ্টার মিজানুর রহমান, আজিম হাওলাদার ,আমির হোসেন ঢালী,মেহেদি হাসান সুমন,হাবিব হাসান প্রমুখ।
উল্লেখ্য: গত ২৩ এপ্রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ানের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংর্ঘষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে তাকে আসামী করে তার বিরুুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |