যানজট নিরসনে সিরাজদিখান বাজার ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়
প্রকাশঃ জুন ২, ২০২১ | ২:০৮

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যানজট নিরসনে সিরাজদিখান বাজার বনিক সমিতি ও ঔষধ ব্যবসায়ীদের সাথে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর মতবিনিময় হয়েছে।
বুধবার ২জুন দুপুর ১২ টায় থানা আঙ্গিনায় গোলঘরে পুলিশ উপপরিদর্শক সেকেন্দার আলীর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার রোডে গোয়ালবাড়ির মোড় হতে উপজেলার মোড় পর্যন্ত দীর্ঘ যানজট নিরসনে সিরাজদিখান
বাজার ব্যবসায়ীদের সাথে দিকনির্দেশনামুলক মতবিনিময় করেন।
এ-সময় বাজার বনিক সমিতি ও ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্যে ওঠে আসে বিশৃঙ্খল অটোরিকশা চলাচল ও অটোরিকশার অবৈধ পার্কিং যত্রতত্র যাত্রী ওঠানামা। দিনের বেলায় ট্রাক ও পিকাপে মালামাল ওঠানামা। যাত্রীবাহী পরিবহনে যত্রতত্র যাত্রী ওঠানামা। এই যানজটের মুল কারন।নেতৃবৃন্দ আরো বলেন চলাচলরত সড়কের দুই পাশের ফুটপাতের দোকানীরা।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, আরিফ হোসেন হারিছ, আব্দুল্লাহ আল মাসুদ, হামিদুল ইসলাম লিংকন, সিরাজদিখান বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম খান, বিনা ফার্মেসীর মালিক উত্তম কুমার ঘোষ, মোল্লাহ ফার্মেসীর মালিক আসলাম মোল্লাহ, দত্ত ফার্মেসীর মালিক অজিত দত্ত প্রমুখ।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |