মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মাননা স্মারক পেলেন দৈনিক লাখোকন্ঠ’র জেলা প্রতিনিধি শ্রীকান্ত দাস
প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০২২ | ৯:১৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে হলরুমে এ পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন দৈনিক লাখোকন্ঠ পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীকান্ত দাস।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম সহ অন্যান্য বিচারক বৃন্দ। এ সময় প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন দৈনিক লাখোকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি শ্রীকান্ত দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট আমানুল্লাহ প্রধান শাহিন, আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট হাসান মৃধা, এডভোকেট হালিম বেপারী, কোষাধক্ষ্য এডভোকেট হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আরফান সরকার খোকন, এ সময় মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |