মুন্সীগঞ্জের ধীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফ এর চাল বিতরণ।
প্রকাশঃ জুলাই ১৫, ২০২১ | ১১:২৬

(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় ধীপুর ইউনিয়নে বৃহস্পতি বার (১৫জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীব দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফ এর ৪১০ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ধীপুর ইউনিয়ন সূত্রে জানা যায় ১ দিনের মধ্যে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। ধীপুর ইউনিয়নে ০৯ টি ওয়ার্ডের মধ্যে টঙ্গীবাড়ী উপজেলা নিবার্হী অফিসার নাহিদা পারভিনের উপস্থিতিতে ফিজিএফের চাল বিতরণ করা হয়।
বিতরণের দিনে ধীপুর ইউনিয়নে দেখা যায়, দুঃস্থরা সারিবদ্ধ হয়ে ভিজিএফের চাল পেয়ে ঈদুল আযহা উদযাপনে সহায়তা হবে বলে তারা জানান।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলার নিবার্হী অফিসার নাহিদা পারভিন ,ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আক্তার হোসেন মোল্লা,উপজেলা ত্রান অফিসার শ্যামল সরকার ,ধীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের মেম্বার মোঃজাহাঙ্গীর খাঁন, সচিব মোঃ ফরহাদ এবং ধীপুর ইউনিয়নের নিবার্চিত ৯জন মেন্বার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।