মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে ধাওয়া পালটা ধাওয়া
প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২২ | ৭:৪২

মেহেদী সুমনঃ-
পঞ্চম ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকাল থেকে জেলার গজারিয়া উপজেলার ৭ টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। পরে সকাল ১০ টার দিকে হোসেন্দি ইউনিয়নের চরবলাকিতে দুই চেয়ারম্যান প্রার্থী সর্মথ কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এদিকে ইমামপুর ইউনিয়নের কালিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে সীল না মেরে প্রকাশ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে,পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এছাড়াও গজারিয়া ইউনিয়নের দরিয়াকান্দি কলসেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়েও দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। অন্যদিকে হোসেনদি ইউনিয়ন থেকে ছয়টি শর্টগান উদ্ধার করেন পুলিশ। তবে এব্যাপরে বিস্তারিত পরে জানাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তবে এঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আর কোথায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে পুরো ইউনিয়ন জুড়ে ৭ টি ইউনিয়নে ৬৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ।এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১৩ জন আইনশৃঙ্খলা রক্ষা বাহীনির সদস্যরা তাদের দায়ীত্ব পালন করছে।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |