মুন্সিগঞ্জে ৫ হাজার কেজি জাটকাসহ আটক ২
প্রকাশঃ মার্চ ২৯, ২০২১ | ৬:৫০

নিজস্ব প্রতিনিধি- মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ২শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মুক্তারপুর নৌপুলিশ। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জাটকা বহনে ব্যবহৃত একটি ট্রাক ও সিএনজি জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাক ও সিএনজি বোঝাই এসব মাছ জব্দ ও গাড়ির চালকদের আটক করা হয় বলে জানিয়েছে মুক্তারপুর নৌপুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, লৌহজং উপজেলার ট্রাক চালক শাহিন শিকদার ও সদরের সিএনজি চালক মিরাজ হোসেন।
মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেতকা চৌরাস্তা এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি সিএনজিতে অভিযান চালানো হয়। এ দুই অভিযানে পাঁচ হাজার ২শ’ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে গাড়ির চালকদের আটক করা হয়।’ তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করার প্রস্তুতি চলছে।’
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |