বঙ্গমাতা বেগম ফজিলাতুন-নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল
প্রকাশঃ আগস্ট ৮, ২০২১ | ৭:০৪

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন-নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন-নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারা তাদের বক্তব্যে স্মৃতিচারন করে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রোববার ৮ আগষ্ট বিকাল ইউনিয়ন পরিষদের আয়োজনে বাদ আছর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল করিমের সভাপতিত্বে এই দোয়া- মাহফিল ও তোবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া- মাহফিল পরিচালনা করেন মধ্যপাড়া মালবদীয়া বাইতুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া মল্লিক। বাদ মাগরিব মধ্যপাড়া বাজার মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।মধ্যপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা পিয়ারুল ইসলাম দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বীট অফিসার শাহিন আহম্মেদ নয়ন,আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ইমাম,শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |