ঝিনাইদহে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশঃ আগস্ট ৫, ২০২১ | ৭:২৭

লিমন মিয়া,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন এই উপলক্ষ্যে এক আয়োজন করে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরে। সরকারের পক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথম শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান, তারপর জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, মুনতাসিরুল ইসলাম ও জেলা পরিষদের পক্ষে সচিব রেজাই রাফিন সরকার।
জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু,স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন সেলিনা বেগম, সদর উপজেলা পরিষদ ও আওয়ামী লীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ আব্দুর রশীদ শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা তথ্য অফিস,শিশু একাডেমি,যুব উন্নয়ন,ক্রীড়া সংস্থা,সদর থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।এর আগে যুব উন্নয়ন অধিদপ্তর গাছে চারা বিতরণ করে।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |