কালীগঞ্জে পশু খাদ্যে ভেজাল দেওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রকাশঃ মে ১৪, ২০২২ | ৩:২৪

শেখ শোভন আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে পশু খাদ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করার সময় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা দিলেন কালীগঞ্জ বাজারের মুরগিহাটা মোড়ের শেখ এন্টার প্রাইজের মালিক শেখ কামালকে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন এই জরিমানা আদায় করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানতে পারেন পৌরসভার ২নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের ভিতর শেখ এন্টারপ্রাইজের মালিক কামাল শেখের গোডাউনে গোখাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে গোখাদ্যে ভেজাল মেশানো হাতেনাতে প্রমানপান। পশু খাদ্যে ভেজার মেশানোর অপরাধে অভিযুক্ত কালাম শেখকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন। একাধিক ব্যাক্তি জানান দীর্ঘ দিন ধরে তারা পশু খাদ্যে ভেজাল দিয়ে আসছিলো। এসময় কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম সঙ্গীও ফোর্স নিয়ে উপস্তিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন জানান, পশু খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে শেখ এন্টারপ্রাইজের মালিক শেখ কামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এ সংক্রান্ত আরো খবর
করোনা
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |